নেট দুনিয়ায় গত বছর লকডাউনে ব্যাপক ভাইরাল হয়েছিল “বিনোদ” , আবার করোনার দ্বিতীয় ঢেউ এর সময়ের অর্থাৎ এই বছর নেট দুনিয়ায় লকডাউনে ভাইরাল হল “কাকলি ফার্নিচার”। এটি হলো এক বাংলাদেশের অভিনব বিজ্ঞাপনের আসবাবের দোকানের ভিডিও যেটা প্রচুর পরিমানে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দুটি ফুটফুটে শিশুকে এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যেখানে তারা কখনও দোকানের সোফার গদিতে লাফাচ্ছে আবার কখনও আরাম কেদারা চেয়ারে বসে দোল খাচ্ছে। তারা দুজনেই মাস্ক পরে আছে এবং দামে কম , মানে ভাল, কাকলি ফার্নিচার” অবিরাম এই ডায়লগটি বলেই চলেছে।
![]() |
#kakolifurniture |
সাধারণ মানুষের রুজি-রোজগারে টান পড়েছে লকডাউনে। কিন্তু বাঁচতো তো হবে! সংসারও চালাতে হবে। তাই নতুন উপায় খোঁজা ছাড়া অনেকের কাছেই আর কোনও উপায় ছিল না।করোনার জন্য ব্যবসার সংজ্ঞাটাই যেন এখন একেবারে বদলে গিয়েছে। একদিকে আগের মতো ব্যবসার পথ বন্ধ হয়েছে ঠিকই। তবে অনেকেই বুদ্ধি ও প্রচারের উপর ভিত্তি করে নতুন উপায়ে ব্যবসা বাড়ানোর পথ খুঁজে পেয়েছেন।
![]() |
Click here |
জামা-কাপড়, সাজের জিনিস, মাস্ক, স্য়ানিটাইজার- সবই যেন এখন অনলাইনের মাধ্যমেও বেচা-কেনা চলছে।সোশ্যাল মিডিয়া হলো মানুষের মিলনমেলা ঠিক যেনো একটা আস্ত সমুদ্রের মতো। সেখানে হরেক রকম মানুষ আছে।আছে তাঁদের হরেক রকম রুচি।
এই টি হলো সেই ভাইরাল ভিডিওটার লিঙ্ক
http://gestyy.com/eiYOaO
ভিডিয়োটিতে ভিউ হয়েছে এখনও পর্যন্ত ৮ লক্ষেরও বেশি । ২৩ হাজার এর ও বেসি শেয়ার হয়েছে । কমেন্ট করেছেন প্রায় ১৯ হাজার মানুষ। সামান্য একটা আসবাবের দোকানের ভিডিয়ো যে এভাবে ভাইরাল হতে পারে, তা বোধহয় মানুষ কল্পনা করতে পারবেন না।শুধু ভিডিয়ো ভাইরাল নয়, বরং নানা মজার মজার মিমও বানিয়ে ফেলেছেন নেটিজেনরা এই ভিডিও কে কেন্দ্র করে।
ওজন কমাতে এবং রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে, এই ফলগুলি নিয়মিত খান
এই গরমে কিভাবে ত্বকের যত্ন নেবেন , না হলে ত্বকের ক্ষতি
অক্সিজেন চাই? হাতের কাছেই আছে চেনা এই ১২ খাবার যা খেলেই বাড়বে অক্সিজেন; জানেন কী কী?
#kakolifurniture #kakolifurniture #memes #viral#todaytrendingmemes #kommanevalokakolifurnitureinbengali #Viralvideo #kakolifurniture #kakolifurniture #memes #viral #Viralvideo#kommanevalokakolifurnitureibengalimemes #twittertrendingtopicsinIndia #Facebookviralnews #YouTubeviralvideo # #sondorjo708