Ticker

6/recent/ticker-posts

adsterra

ঘরোয়া উপায় ব্রণ-মেছতার দাগ দূর করার সহজ উপায়

 মুখে ব্রণ উঠে মাঝে মধ্যে এবং তা থেকে এক  প্রকার দাগের সৃষ্টি হয়। এছাড়া মুখে মধ্যে ছোপ ছোপ দাগও অনেক সময়  দেয়।যা মেছতা নামে পরিচিত। মেচেতা হলো ত্বকের সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে অন্যতম একটি  বিশেষ  সমস্যা।রীতিমত এটি একটি দুশ্চিন্তার কারণও বটে, কেননা  স্থায়ী কোনো চিকিৎসা নেই মেচেতার।এটি বারে বারে সম্ভাবনা থেকে যায় ফিরে আসার। এর ফলে অনেকেই বিব্রত অবস্থায় থাকেন। কারণ  মুখের সৌন্দর্য অনেকটাই এই দাগ নষ্ট করে দেয়।

নিয়মিত আপডেট পেতে  ফেসবুক পেজে টি ফলো করুন

 Facebook Page link

কিন্তু সৌন্দর্য তো পরের বিষয়, তার আগে মুখের নানা রকম এই দাগ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় আছেন ।কারণ তাদের এই দাগ দূর করার উপায় জানা নেই ।এ ফলে তারা বাজার চলতি নানা রকম   লোশন, ক্রিম ব্যবহার করে থাকেন।তাতে তেমন একটা ফল পাচ্ছেন না। নিশ্চিন্তে এ ক্ষেত্রে কয়েকটি ঘরোয়া উপায় অবলম্বন করতে পারেন। যা আপনার ত্বকের দাগ মুছে সৌন্দর্য বৃদ্ধি করবে।

 নিয়মিত আপডেট পেতে  ফেসবুক পেজে টি ফলো করুন

 Facebook Page link



Youtube channel
My Life My Story 365

তবে খুব বেশি ভয় পাওয়ার কারণ নেই, যদি শুরুর দিকে মেচেতায় আক্রান্ত হওয়া ত্বকের বিশেষ যত্ন নেওয়া শুরু হয়,  তাহলে রেহাই পাওয়া যেতে পারে অনেক বড় সমস্যা থেকে ।ত্বকে মেচেতা হওয়ার প্রধান কারণ হলো চেহারা অপরিষ্কার রাখা এবং সূর্যের ক্ষতিকর রশ্মি। এছাড়াও হরমোনের তারতম্য, থাইরয়েড সমস্যায়, অনিদ্রা, জন্মনিয়ন্ত্রণ পিল সেবন ইত্যাদি কারণে মেচেতার সমস্যা সৃষ্টি হয়।ত্বককে নিয়মিত পরিষ্কার রাখা খুবই জরুরী।

 নারীরা এ বিষয়ে যথেষ্ট সচেতন হলেও কিন্তু পুরুষরা খুব বেশি গুরুত্ব দেয় না। ময়লা হাতে চেহারায় বারবার হাত দেওয়া যাবে না। অতিরিক্ত মেকআপ ব্যবহার এড়িয়ে চলা উচিত যদিও এটি কঠিন।মেকআপ তোলার পর মুখ অবশ্যই ভালো করে ফেসওয়াশ ব্যবহার করে পরিষ্কার করুন।



এবার জেনে নেওয়া যাক সেই ঘরোয়া পদ্ধতি সম্পর্কে

ব্রণের দাগ দূর করতে যা করবেন:-

  1. পাকা কলার পেস্ট ব্যবহার করতে পারেন যে কোন ত্বকের দাগ কমাতে ।
  2. প্রতিদিন ব্রণের দাগের উপর অ্যালোভেরার রস লাগালে দ্রুত তা মিলিয়ে যাবে।
  3. মিশ্র ও সাধারণ ত্বকে দাগ হলে ল্যাভেন্ডার তেল লাগাতে পারেন।
  4. শশার রস, আলুর রস খুবই উপকারি তৈলাক্ত ও সাধারণ ত্বকের দাগ দূর করার জন্য। শশার রস, আলুর রস দিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।  উপকার পাবেন প্রতিদিন এই পদ্ধতিতে ত্বকের যত্ন নিতে পারলে ।
  5. শুধুমাত্র তৈলাক্ত ত্বকের দাগ দূর করতে টক দই, লেবুর রস ও আটা মিশিয়ে প্যাক তৈরি করে নিন। সপ্তাহে দু’দিন এটি ব্যবহার করুন। ফল পাবেন খুব তাড়াতাড়ি।
  6.  চন্দন গুঁড়ার সঙ্গে সামান্য গোলাপজল মিশিয়ে মুখে লাগান। এরপর ঠাণ্ডা জল   দিয়ে ধুয়ে ফেলুন। উপকার পাবেন।
  7. তৈলাক্ত ত্বকে মুলতানি মাটি, লেবুর রস ও টকদই মিশিয়ে ব্যবহার করুন। এতে উজ্জ্বলতা বাড়বে, দাগও কমবে।
  8. রসুন ও লবঙ্গের মিশ্রণ করে প্রতিদিন রাতে ঘুমানোর আগে লাগিয়ে নিন। সকালে উঠে মুখ ধুয়ে ফেলুন।
  9. নারকেল তেল ও টি-ট্রি অয়েল প্রতিদিন দু’বার করে দাগের জায়গায় ব্যবহার করা যেতে পারে।
  10. টমোটোর রস মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন। এতেও দাগ দূর হবে।
  11. কাঁচা হলুদ ও মধুর মিশ্রণ ব্যবহার করতে পারেন।


Click here

মেচেতা  দাগ দূর করতে যা করবেন:-

  1. অ্যালোভেরার  একটি পাতার শাঁস, এর সাথে সামান্য মধু নিয়ে মিশ্রণ তৈরি করুন। নিয়মিত সপ্তাহে ৩/৪ বার ব্যবহার করুন মুখে  মেখে ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
  2. দারুচিনি ত্বকের জন্য উপকারী। কাঁচা দুধ ত্বকের দাগ দূর করতে সাহায্য করে।
  3. তাই পরিমাণ মতো দারুচিনি গুঁড়ো এবং সামান্য কাঁচা দুধ একসাথে করে ব্যবহার করুন।
  4. কাঁচা ছোলার অনেক উপকার রয়েছে। মেচেতা দূর করতেও ছোলার ডাল উপকারী। ছোলার ডাল বেটে লাগিয়ে অথবা খাদ্য হিসেবে গ্রহণ করুন।
  5. এক কাপ ছোলা সারারাত ভিজিয়ে রাখুন এবং এর সাথে এক চা-চামচ মধু মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করুন। মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫/২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
  6. নিয়মিত লেবুর রস মুখে লাগাতে পারেন।
  7. গুঁড়া দুধ ও গ্লিসারিন মিশিয়ে ব্যবহার করতে পারেন।
  8.  অ্যালোভেরা জেল ও আলুর পেষ্ট নিয়মিত মুখে লাগান।
  9.  আমন্ড অয়েল ও মধু মিলিয়ে মুখে হালকা করে ঘষুন। এরপর জল  দিয়ে মুখ ধুয়ে ফেলুন। উপকার পাবেন।
  10. কমলা লেবুর খোসা গুঁড়া করে তার সঙ্গে দুধ মিশিয়ে নিয়মিত ব্যবহার করতে পারেন। দ্রুত ফল পাবেন।
  11. মেছেতার জায়গায় লেবুর রস, সামান্য ভিনেগার ব্যবহার করা যেতে পারে। কেউ চাইলে এর সঙ্গে অল্প পরিমাণে জল মিশিয়ে নিতে পারেন।
  12. লেবুর রস, মধু ও কাচা পেঁপে মিশিয়ে প্যাক তৈরি করুন। দাগ কমাতে এটি দারুন কার্যকর।

তবে বেশি দাগ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। 








এই গরমে কিভাবে ত্বকের যত্ন নেবেন , না হলে ত্বকের ক্ষতি

করোনা সংক্ৰমণের হাত থেকে বাঁচতে এবং শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কোন ব্যায়াম করতে হবে তা একবার দেখে নিন  

নেটদুনিয়ায় ভাইরাল হওয়া "কাকলি ফার্নিচারের "  আসল রহস্য জানেন কি ?

ওজন কমাতে এবং রোগ প্রতিরোধ শক্তি  বাড়াতে, এই ফলগুলি নিয়মিত খান 

অক্সিজেন চাই? হাতের কাছেই আছে চেনা এই  ১২ খাবার যা খেলেই বাড়বে অক্সিজেন; জানেন কী কী?


#pimpleremove #pimplecreamforoilyskin #pimplestreatment #bestacnetreatment