যে সব প্রোডাক্ট অনবরত ব্যবহার করছেন, মাথার সামনের চুল গজাতে সত্যি কি তাতে মনের মত ফল পেয়েছেন? না তো। তাই এমন কিছু ব্যবহার করুন,যেটা সত্যি ভেতর থেকে নতুন চুল গজাতে সাহায্য করবে। জা’নেন সেগুলো কি?
চারটে খুব সহজ উপাদান যেগুলো আপনার হাতের কাছেই আছে,জাস্ট অনবদ্য সেগুলো নতুন চুল গজাতে। মাত্র একমাসেই পেতে
পারেন সমাধান যেগুলো নিয়মিত ব্যবহার করলে। সেই উপাদানগুলো কি?আর কিভাবেই বা ব্যবহার করবেন।চটপট দেখে নিন।
![]() |
Like & Follow This page |
ক্যাস্টর অয়েলঃ নিশ্চয়ই শুনেছেন ক্যাস্টর অয়েলের নাম?দারুণ উপকারী ক্যাস্টর অয়েল নতুন চুল গজাতে।সত্যি নতুন চুল গজাতে এর থেকে ভালো উপাদান বোধহয় আর কিছু হয় না।সেই জন্য ভুরু খুব কম থাকে যাদের, তাদের ক্যাস্টর অয়েল লা’গাতে বলা হয় যাতে ভুরু মোটা হয়।এতে থাকা রিসিনলেইক নামক এক উপাদানই যা নতুন চুল গজাতে খুব সাহায্য করে।
ভিডিওর লিংকটা ভিডিওর নিচে দেয়া রইলো এখনে
YouTube channel :-
ক্যাস্টর অয়েলের সাথে ভিটামিন ই ক্যাপসুলের ভেতর যে তেল থাকে সেটা একসাথে মেশান।এরপর জাস্ট ভালো করে স্ক্যাল্পে ম্যাসাজ ক’রতে হবে ওই ক্যাস্টর অয়েলর মিশ্রণটি দিয়ে। সারারাত একে রেখে দিন।পরদিন সকালে শ্যাম্পু করে ফেলুন।এক্ষেত্রে যদি ভিটামিন ই ক্যাপসুল নাও পান তাহলেও কোনো অসুবিধা নেই।
নিয়মিত আপডেট পেতে ফেসবুক পেজে টি ফলো করুন
তাহলে শুধু ক্যাস্টর অয়েল দিয়েই ভালো করে ম্যাসাজ করে নিন স্ক্যাল্প । দুদিন করুন সপ্তাহে।খুব তাড়াতাড়ি ভালো ফল পাবেন।তবে পর পর দুদিন একেবারেই নয়।কারণ এই তেল খুব ঘন।মাঝে তিন চারদিন ছে’ড়ে মাখু’ন । শুধু ছুটির দিনটিই মেখে নিন সপ্তাহে দুদিন যদি মাখার সময় না থাকে।একমাসের মধ্যেই মাথায় নতুন চুল চোখে পড়বে।
![]() |
Click here |
পেঁয়াজে’র রসঃ পেঁয়াজ রস সত্যি অনবদ্য নতুন চুল গজাতে কারন পেঁয়াজে আছে প্রচুর সালফার যা নতুন চুল গজাতে দারুণ উপকারী।
একটা পেঁয়াজ নিয়ে একটু থেতো করে নিন।এরপর এটা থেকে চিপে রস বার করে নিন।এই রস স্ক্যাল্পে হালকা একটু ম্যাসাজ করে লা’গান।দুঘণ্টা রেখে দিন। সব থেকে ভালো আগেরদিন রাতে লা’গিয়ে সারারাত রেখে দিলে। তারপর পরের দিন শ্যাম্পু করে ফেলুন বা একটু পেঁয়াজ কে’টে সেটাও স্ক্যাল্পে ঘষতে পারেন। এটা সপ্তাহে তিন থেকে চার দিন করুন।একমাস পর দেখবেন ছোট ছোট চুল গজিয়েছে মাথায়।
![]() |
Click here |
ভিডিওর লিংকটা ভিডিওর নিচে দেয়া রইলো এখনে
রসুনের রসঃ রসুনও নতুন চুল গজাতে সত্যি অনবদ্য ।কারন রসুনেও আছে প্রচুর সালফার যা নতুন চুল গজাতে বিশেষে উপকারী ভূমিকা পালন করে।
রসুন প্রথমে একটু থেতো করে নিন। রস বার করে নিন এরপর এটা থেকে।এবার এই রসের সাথে নারকেল তেল মিশিয়ে গরম করুন।এই গরম তেলটা স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করুন।এই তেল রাতে ভালো করে সমস্ত স্ক্যাল্পে ম্যাসাজ করে লা’গান।সারারাত রেখে পরেরদিন শ্যাম্পু করে ফেলুন।সপ্তাহে দুদিন করে করুন।ব্যাস তাতেই কাজ হবে।
আলুর রসঃ আলুর রসও চুল গজানোর ক্ষেত্রে বিশেষে উপকারী।এতেও কাজ হয় খুব ভালো ।আলু প্রথমে একই ভাবে থেতো করে নিন।এরপর এটা থেকে রস বার করে নিন।এবার এই রসের সাথে,একটা ডিমের কুসুম ও মধু যোগ করুন।অল্প একটু জল দিন। ভালো করে মেশান।এবার এই প্যাকটা স্ক্যাল্প সহ পুরো চুলে লা’গান ভালো করে।আধঘণ্টা রেখে দিন।তারপর শ্যাম্পু করে ফেলুন। এটা সপ্তাহে একবার করে টানা কয়েকমাস করুন।একটা একটা খুব ভালো ট্রিটমেন্ট নতুন চুল গজাতে।
এখন নতুন চুল গজানো নিয়ে তাহলে আর চিন্তার কিছু নেই,কারণ নতুন চুল গজানো এখন আপনার হাতের মুঠোয়।ওপরর প্রত্যেকটা ট্রিটমেন্ট অসাধারণ কাজ করে,নতুন চুল গজাতে।
#hair_fall, #hair_fall_control, #hair_damage,
এই গরমে কিভাবে ত্বকের যত্ন নেবেন,না হলে ত্বকের ক্ষতি
শুধুমাত্র এক চিমটে হলুদ তাতেই বয়স থাকবে হাতের মুঠোয়, ত্বক হবে ঝকেঝকে!
অক্সিজেন চাই? হাতের কাছেই আছে চেনা এই ১২খাবার যা খেলেই বাড়বে অক্সিজেন; জানেন কী কী?
ঘরোয়া উপায় ব্রণ-মেছতার দাগ দূর করার সহজ উপায়
নেটদুনিয়ায় ভাইরাল হওয়া "কাকলি ফার্নিচারের " আসল রহস্য জানেন কি ?
ওজন কমাতে এবং রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে, এই ফলগুলি নিয়মিত খান।