Ticker

6/recent/ticker-posts

adsterra

ওজন কমাতে এবং রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে, কোন কোন ফলগুলি নিয়মিত খাবেন ?


কমিয়ে ফেলা যায় ওজন এবং রোগ প্রতিরোধ  ক্ষমতা বেড়ে যায় নিয়ম করে কয়েকটি ফল খেয়েই । এই ফলগুলি কী কী,  দেখে নেওয়া যাক একবার।




 অক্সিজেন বাড়ানোর উপায় 


গ্রেপফ্রুট বা জাম্বুরা  (বাতাবি লেবু)  :খুব একটা প্রচলিত না হলেও, এই ফল ভারতে প্রায় বেশ কয়েকটা জায়গায় পাওয়া যায়। যে কোনও খাবার খাওয়ার আগে কিছুটা পরিমানে জাম্বুরা খেলে শরীরে মেদ জমে কম।

এখানে মন ভালো রাখার মতো ভালো ভালো 
ঘুরতে বেরিয়ে আসার অনেক ভালো ভিডিও 
পাবেন এই চ্যানেলটাতে
ভিডিওর লিংকটা ভিডিওর নিচে দেয়া রইলো এখনে
Youtube channel Name 
My Life My Story 365 


লেবু: এই কথাটা সম্পূর্ণ ঠিক যে  সকালে লেবুর জল খেলে ওজন কমে। কারণ লেবুর রস পরিষ্কার করে দেয় যকৃত এবং পেটের অন্য অন্ত্রে জমা দূষিত পদার্থ । এর ফলে খাবার হজম করার ক্ষমতা বাড়ে। মেদ জমার পরিমাণ কমে যায়।

আপেল: একটা আপেল খালি পেটে সকালে খাওয়ার পরামর্শ দেন অনেকে । এর কারণ হলো হজমশক্তি বাড়াতে সাহায্য করে আপেল। এর ফাইবার পেট ভরিয়ে রাখতে  সাহায্য করে। তাতে খিদেও অনেক কম পায়। পেটের মেদ কমাতে এর কোনো  তুলনা নেই।

সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এই ইউটুবে চ্যানেলটাতে একবার ঘুরে আস্তে পারেন খুব ভালো ভালো ভিডিও ব্লগ করেন ইনি  My Life My Story 365
ভিডিওর লিংকটা ভিডিওর নিচে দেয়া রইলো এখনে 
  


কলা: অনেকেরই  ধারণা, কলা খেলে ওজন  বেড়ে যায়। কিন্তু ঘটনাটা উল্টো আসলে। এতে এমন এক ধরনের স্টার্চ বা শর্করা রয়েছে, যেটা  খিদে নিয়ন্ত্রণ করে এবং মেদ গলাতে সাহায্য করে। কলা একই সঙ্গে পেশির গঠনেও সাহায্য করে


বেরি:
কোলেস্টেরল, রক্তচাপ কমাতে সাহায্য করে বেরি। শরীর চনমনে হয়ে যায় যাঁদের ওজন খুব বেশি, তাঁরা নিয়মিত বেরি খেলে , এর ফলে ওজন কমতে থাকে আস্তে আস্তে।


শুধুমাত্র এক চিমটে হলুদ তাতেই বয়স থাকবে হাতের মুঠোয়, ত্বক হবে ঝকেঝকে!

ঘরোয়া উপায় ব্রণ-মেছতার দাগ দূর করার সহজ উপায়






which fruits are good for diabetic patients,

Indian fruits for weight loss,which fruits loss weight,fruit diet for weight loss in 7 days,fruit diet plan for weight loss,which fruits boost immune system,